খড়্গপুরে স্পঞ্জ আয়রন দূষণের বিরুদ্ধে বই প্রকাশ!
অরিন্দম চক্রবর্তী : খড়্গপুরে স্পঞ্জ আয়রন দূষণের বিরুদ্ধে বহুদিন ধরে সাধারণ মানুষের আন্দোলন চলছে। দূষণের কারণ এবং তার প্রভাবের তথ্য দিয়ে বই প্রকাশ করা হল ১০ই জানুয়ারী, খড়গপুর ট্রাফিক হাইস্কুলে। বইটি প্রকাশ হয়েছে “খড়্গপুর দূষণ বিরোধী মঞ্চে”র নামে। খড়্গপুরের ১৬ টি সংগঠন যারা স্পঞ্জ আয়রণের দূষণের বিরুদ্ধে নিরন্তর প্রতিবাদ ও আন্দোলন করে যাচ্ছেন তারা ঐক্যবদ্ধ ভাবে এই সংগঠন তৈরী করেছেন।বইটি প্রকাশ করেন খড়্গপুর আই আই টির অধ্যাপক প্রতীপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন ট্রাফিক হাইস্কুলের প্রধান শিক্ষক তাপস মাইতি, মেদিনীপুর কলেজের অধ্যাপক মাখনলাল নন্দগোস্বামী, কবি সুনীল মাজি সহ আরো অনেকে।
বইটি সম্পাদনা করেছেন প্রাক্তন শিক্ষক বিজয় পালিত। স্পঞ্জ আয়রন কিভাবে মানবদেহে ক্যান্সারের মত রোগ সৃষ্টি করে তা স্লাইড শো করে দেখান দেবাশিষ দে। বিভিন্ন বক্তাদের বক্তব্যের শেষে স্পঞ্জ আয়রনের উপর এক ডকুমেন্টারি দেখানো হয়। খড়্গপুরে স্পঞ্জ আয়রন কারখানা চালুর পর থেকে এখন পর্যন্ত যত আন্দোলন হয়েছে তাদের তথ্য এবং প্রভাব উল্লেখ করা হয়েছে এই বইতে। খড়্গপুর দূষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে মানুষের চিন্তার জগতে পরিবর্তন আনার জন্য এই উদ্যোগ। স্পঞ্জ আয়রন কেন খারাপ তা শুধু মুখের কথা নয়, তথ্য ও যুক্তি দিয়ে মানুষ এই বই পড়লে বুঝতে পারবে। আন্দোলন করলে কিছু হয় না--মানুষের এই যে মানসিক বন্ধ্যাত্ব তারও অবসান ঘটবে এই বই পড়ে, কারণ সারা ভারতবর্ষের সাথে সাথে খড়্গপুরে আন্দোলন করে কি কি সাফল্য অর্জন হয়েছে তার তথ্য তুলে ধরা হয়েছে এই বইতে। আগামী দিনে রাস্তায় আন্দোলন ছাড়া এই দূষণের হাত থেকে খড়্গপুরের মানুষের মুক্তি নেই সেই বার্তাও দেওয়া হয়েছে।