খড়্গপুর শহরের ওয়ার্ড মেমোরিয়াল চার্চ স্কুলে অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগ?
অরিন্দম চক্রবর্তী: খড়্গপুর শহরের খারিদা এলাকায় অবস্থিত ওয়ার্ড মেমোরিয়াল চার্চ স্কুলটি পূর্বে এই পরিচিত স্কুল ছিল, যা পরে জেভিয়ার ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল নামে রূপান্তরিত হয়েছে। ক্রিস্টেন সার্ভিস সোসাইটির চেয়ারপার্সন মিসেস ইম্পা জানা কে পিএবিসি সংস্থা থেকে সম্পত্তি, স্কুল, হসপিটাল, চার্চ রক্ষা করার জন্য নতুন পাওয়ার অফ অ্যাটর্নি পেয়েছেন, এবং তিনি তার সঙ্গে ডিরেক্টর হিসেবেও নিযুক্ত করা হয়েছে।
২০১৫ সাল থেকে বিসি সংস্থা দানিয়াল দাস নামে এক অযোগ্য ব্যক্তিকে পাওয়ার দিয়ে রেখেছিলেন। সমস্ত কিছুতে বেআইনিভাবে তিনি কাজ করেছিলেন এঁবং পিএবিসিকে কোন কিছু না জানিয়ে বলে অভিযোগ।
উক্ত সংস্থা জানতে পারার পর সেই মুহূর্তে সবকিছু থেকে দানিয়াল দাসকে বরখাস্ত করা হয়েছে। বুধবার ১৯শে নভেম্বর২০২৫ ওয়ার্ড চার্চ মেমোরিয়াল অফিস গৃহে এক সাংবাদিক বৈঠক করেন সংস্থার পক্ষ থেকে।উপস্থিত ছিলেন ইম্পা জানা, শুভজিৎ জানা, সুব্রত দাস, স্যামুয়েল দাস, রিক্তা দাস, বিনন্দ দোলই ও চন্দন ঘোষ। এদিকে পাল্টা সাংবাদিক বৈঠক করে দুর্নীতির কথা অস্বীকার করে দানিয়াল দাসকে ক্লিনচিট দেন কোটনি জজ। তিনি সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।