জয়নগরের প্রণতি দাসকে হারিয়ে জাতীয় গেমসে সোনা জয় পিংলার প্রণতি নায়েকের!
নিজস্ব সংবাদদাতা : প্রণতি নায়েক, বাংলার গর্ব। শুধু বাংলা নয়, সারা ভারতের নাম উজ্জ্বল করেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার প্রত্যন্ত গ্রামের এক মেয়ে। যে গ্রাম কোনওদিন হয়তো স্বপ্নই দেখেনি, সেই স্বপ্ন সত্যি করেছেন জিমন্যাস্ট প্রণতি নায়েক। ৪৬.২০০ পয়েন্ট স্কোর করে প্রণতি সেরা হলেও এই সোনা অবশ্য বাংলার ঘরে এলো না। কারণ প্রণতি নায়েক গত দু’বছর ধরেই ওডিশার হয়ে নামেন জাতীয় চ্যাম্পিয়নশিপ ও জাতীয় গেমসে। প্রণতি স্কোর ৪৫.০০০। গোয়ায় গত জাতীয় গেমসেও এই অলরাউন্ড ইভেন্টে সোনা পেয়েছিলেন প্রণতি নায়েক। প্রণতি নায়েককে অনেক পিছনে ফেলে দেন প্রণতি দাস। বাংলার প্রণতি এর মধ্যেই দুটো সোনা ও একটি রুপো জিতেছেন। তাঁর লক্ষ্য আরও দুটো সোনা জয়। বাংলার ঘরে এখনও পর্যন্ত মোট সোনা এসেছে ১৩। প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে গিয়েও দেশের নাম উজ্জ্বল করেছেন পিংলার প্রণতি।
সোশ্যাল মিডিয়াতে তিনি কোচকে সন্মান জানিয়েছেন। প্রণতি নায়েক পোস্ট করেছেন যে আপনার ধারাবাহিক নিষ্ঠা এবং সমর্থনের জন্য অশোক স্যারকে অনেক ধন্যবাদ..আপনার নির্দেশনা ছাড়া আজকের পদক অর্জন সম্ভব হত না।