নতুন ব্রিজে স্বস্তি,মেদিনীপুর–খড়্গপুর ও গড়বেতার যোগাযোগে গতিতে!

সেখ ওয়ারেশ আলী : নতুন ব্রিজে স্বস্তি,মেদিনীপুর–খড়্গপুর ও গড়বেতার যোগাযোগে গতি। ৬০ নম্বর জাতীয় সড়ক, বর্তমানে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর মেদিনীপুর–খড়্গপুর সংযোগস্থলের দেশপ্রাণ বীরেন্দ্র সেতু (মোহনপুর ব্রিজ) ও গড়বেতার ধাদিকা ব্রিজের বিকল্প হিসেবে দু’টি নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। চলতি ডিসেম্বর থেকেই দায়িত্বপ্রাপ্ত সংস্থা একযোগে মোহনপুর ও ধাদিকায় কাজ শুরু করেছে।পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, জমি অধিগ্রহণ থেকে টেন্ডার ও অর্ডারের সব প্রক্রিয়া শেষ হয়েছে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের মতে, কাজ শেষ হতে প্রায় দু’বছর সময় লাগবে এবং ২০২৮ সালের শুরুতেই ব্রিজ দু’টি চালু হতে পারে।নতুন ব্রিজ দু’টি হবে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ও ২১থেকে ২২ মিটার চওড়া। মোহনপুরে কংসাবতী নদীর উপর বীরেন্দ্র সেতুর পাশ দিয়েই নতুন ব্রিজ তৈরি হবে। গড়বেতায় বর্তমান ধাদিকা ব্রিজ ও ভেঙে পড়া পুরনো ব্রিটিশ আমলের সেতুর মাঝখানে গড়ে উঠবে ফোর লেনের নতুন ব্রিজ।দীর্ঘদিন ধরে ‘দুর্বল সেতু’ হিসেবে চিহ্নিত মোহনপুর ব্রিজে ২৫ টনের বেশি ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা ছিল। প্রশাসন জানিয়েছে, শীঘ্রই সেই সীমা বাড়িয়ে ৩৫ টন করা হবে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও পরিবহণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলেরই বড় স্বস্তি মিলবে।