মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত সম্মানীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর!

নিজস্ব প্রতিবেদন: আজ ১৯.০৩.২০২৫ বুধবার মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নতুন স্থায়ী উপাচার্য হলেন অধ্যাপক দীপক কুমার কর। বিগত দু’বছর ধরে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব সামলেছেন অধ্যাপক সুশান্ত চক্রবর্তী।জানা গিয়েছে, দীপক কুমার কর এক সময়ে কলকাতার আশুতোষ কলেজের বটানির অধ্যাপক ছিলেন। পরে ওই কলেজেরই অধ্যক্ষ হন। পরবর্তী কালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য (শিক্ষা) হিসেবেও কাজ করেছেন তিনি। পরবর্তীতে সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। শেষে তাঁকে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়।