কেশিয়াড়িতে বিডিও অফিসের হেড ক্লার্ক খুনের অভিযোগ গ্রেফতার তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতা!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বিডিও অফিসের হেড ক্লার্ক অভিষেক গঙ্গোপাধ্যায়ের খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের এক প্রাক্তন নেতার নাম জড়াল। তাঁকে গ্রেফতার করছে পুলিশ। ধৃতের নাম শিবু রাউল। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে।জানা গিয়েছে, ধৃত শিবু একসময় কেশিয়াড়ি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের দাপুটে ছাত্র নেতা ছিলেন। তাঁকে তৃণমূল ছাত্র পরিষদের তরফে কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছিল।উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কেশিয়াড়ির একটি ভাড়া বাড়ি থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় অভিষেকবাবুর দেহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পাশের ঘরেই থাকতেন শিবু। সন্দেহের ভিত্তিতে তাঁকে আটক করা হয় এরপর তাঁকে গ্রেফতার করে পুলিশ।এই ঘটনায় অভিষেকবাবুর স্ত্রী শিল্পী চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায় কেশিয়াড়ি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। বুধবার তাঁকে খড়গপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।