রামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি প্রতিষ্ঠাতা উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির!
নিজস্ব সংবাদদাতা : শনিবার ও রবিবার ২৪শে ও ২৫শে মে রামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর ৮৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভারতীয় রেড সোসাইটি সহযোগিতায় দুঃস্থদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রামপুর সমবায় সমিতি অফিস প্রাঙ্গন । এলাকার দুস্থ শিশুদের বিনামূল্য পরীক্ষা করা হল এই শিবিরে। পাশাপাশি ওই শিবির থেকেই সমস্ত রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয় এদিন। শনিবার ৬০ জনেরও বেশি রোগীরা এসেছিলেন চিকিৎসা পরিষেবা নিতে। রবিবার ৭০ জনেরও বেশি শিশুদের এসেছিলেন চিকিৎসা পরিষেবা নিতে। এদিন স্বাস্ব্যপরিক্ষার পাশাপাশি শিবির থেকে বিনামূল্য অষুধ পেয়ে সমস্ত রোগীরাই খুশি হয়েছেন। উপস্থিত ছিলেন ডাক্তার উপেন্দ্র নাথ চৌধুরী,ডাক্তার শিশির কুমার দাস, ভারতীয় রেডক্রশ সোসাইটির ঘাটাল শাখার রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায় প্রমুখ।