পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে মণীষীদের মূর্তির সামনে নাচের রিলস,পদক্ষেপ করলেন রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া!
নিজস্ব সংবাদদাতা : পিছনে মনীষীদের মূর্তি। হাতে ধরা আছে জাতীয় পতাকাও। সেই মূর্তিগুলির সামনে কোমর দুলিয়ে নাচছেন এক মহিলা। ব্যাকগ্রাউন্ডে বাজছে চটুল গান। রিলস বানাতে মনীষীদের মূর্তিদের বেছে নিয়েছিলেন মহিলা। আর এই চুটল গানের সঙ্গে ‘অশ্লীল নাচের’ রিলস দেখেই নিন্দায় সরব হলেন বাসিন্দারা। এই রকম নাচের ভিডিয়ো ভাইরাল হতেই পদক্ষেপ করেছেন রাজ্যের সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া-ও।যেখানে রিলস-এর জন্য ওই ভিডিয়ো করা হয়েছে তা পশ্চিম মেদিনীপুরের সবংয়ের তেমাথানি এলাকায়। তেমাথানি বাজারে বসানো হয়েছে মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, বীরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু, এপিজে আব্দুল কালাম সহ ১৬ জন মনীষীর মূর্তি বসানো হয় সেখানে। সৌন্দর্যায়নের এই কাজ করা হয় এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার উদ্যোগে।আর, সেই মূর্তিগুলির সামনেই অশ্লীল নাচের রিলস সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়টি জানতে পারেন রাজ্যে সেচমন্ত্রীও। বিষয়টি শোনা মাত্রই পদক্ষেপ করলেন তিনি। ২১শে ডিসেম্বর সোমবার দুপুরেই ওই মণীষীদের মূর্তির সামনে একটি নির্দেশিকা লাগানো হয়। তাতে লেখা হয়েছে, ‘মণীষীদের মূর্তির সামনে কেউ রিলস বানাবেন না।’ এই ধরনের কাজকে কোনও মতেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।