মুখ্যমন্ত্রী শালবনী সফরের আগেই জিন্দাল গোষ্ঠীর অনুষ্ঠানের জন্য নির্মীয়মান প্যান্ডেলের বৃহস্পতিবার বিকালের হ্যাঙ্গার আচমকাই ভেঙে পড়েছে!

নিজস্ব সংবাদদাতা : আগামী ২১ এপ্রিল অর্থাৎ সোমবার কলকাতা থেকে মেদিনীপুরে পৌঁছে শালবনি জিন্দাল পাওয়ার প্লান্টের শিলান‍্যাস করবেন। সেখান থেকে মেদিনীপুর সার্কিট হাউসে এসে রাত্রি যাপন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবার যোগ দেবেন প্রশাসনিক বৈঠকে। । তার আগে বড় বিপত্তি। জিন্দাল এরিয়ার মধ্য়ে তৈরি হচ্ছিল মুখ্য়মন্ত্রী আসার জন্য় সভাস্থল। অনুষ্ঠানের জন্য় হ্যাঙ্গার তৈরি করা হচ্ছিল। ১৭ই এপ্রিল বৃহস্পতিবার বিকালের ঝড় বৃষ্টিতে প্রশাসনের মঞ্চের উপরে একাংশ ভেঙে পড়ে। আচমকাই প্রবল ঝড়। তার মধ্য়েই সেই হ্যাঙ্গারের একাংশ ভেঙে পড়ে হুড়মুড় করে। তবে তাতে হতাহতের কোনও খবর নেই।