শালবনি থানার অন্তর্গত ভাদুতলা জঙ্গল এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মঙ্গলবার ২৭শে জানুয়ারী পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত ভাদুতলা জঙ্গল এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। শালবনী থানার অন্তর্গত হাজতলার জঙ্গলে একটি মারুতি অমনি ভ্যানের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে গুরুতর ভাবে জখম হয় বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের পর বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে এবং তাঁর অবস্থা দ্রুত আশঙ্কাজনক হয়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও শালবনি থানার পুলিশের সহায়তায় আহত বাইক আরোহীতে উদ্ধার করে তড়িঘড়ি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে আহত বাইক আরোহীর নাম ও ঠিকানা এখনও পর্যন্ত জানা যায়নি।
অন্যদিকে, দুর্ঘটনায় জড়িত মারুতি অমনি ভ্যানটি চন্দ্রকোনা রোড এলাকার বলে জানা গিয়েছে। ওই ভ্যানে কয়েকজন পরীক্ষার্থী ছিলো, তাঁরা মেদিনীপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে আসছিল। ভাদুতলা জঙ্গলের কাছে পৌঁছতেই হঠাৎ এই দুর্ঘটনা ঘটে।মারুতি ভ্যানে থাকা এক ছাত্রী জানান, জঙ্গল এলাকায় রাস্তায় হঠাৎই বাইকটির সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে সরিয়ে চলাচল স্বাভাবিক করা হয়। জঙ্গল সংলগ্ন ওই রাস্তায় গতি নিয়ন্ত্রণ ও সতর্কতার অভাবেই দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।