ভোররাতে হঠাৎ করেই কানফাটানো চিৎকারে কেঁপে উঠল শালবনি ব্লকের মিরগা জঙ্গল!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ভোররাতে হঠাৎ করেই কানফাটানো চিৎকারে কেঁপে উঠল শালবনি ব্লকের মিরগা জঙ্গল। ছুটে গিয়ে বনকর্মীরা দেখতে পান, নিথর হয়ে পড়ে রয়েছে একটি হস্তি শাবক। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য জঙ্গলমহলে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে প্রায় ৫০টি হাতির পাল শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের পিছনের মাঠে চরতে দেখা যায়। ভোররাতে সেই দল মিরগার জঙ্গলের ভেতরে ঢোকে। এরপরেই ওই দলেরই একটি শাবকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে।
আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিটের অন্তর্গত এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় বনকর্মীরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের পরেই শাবকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিক অনুমান অনুযায়ী, শাবকটির বয়স আড়াই থেকে তিন বছরের মধ্যে হতে পারে।এই আকস্মিক ঘটনায় চিন্তিত বনকর্তারা। পাশাপাশি, এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে তীব্র উৎকণ্ঠা।