পশ্চিম মেদিনীপুর জেলার কর্ণগড়ে রানি শিরোমণির গড়ের বিশ্রামাগার ও সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস!
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে, শালবনি ব্লকের নিরিবিলি কর্ণগড় আজ যেন আবার ইতিহাসের আলোয় জেগে উঠছে। এককালে এখানেই রাজত্ব করতেন ব্রিটিশ বিরোধী চুয়াড় বিদ্রোহের কিংবদন্তি বীরাঙ্গনা রানি শিরোমণি— বাংলার ইতিহাসে এক অমলিন নাম, যিনি স্বাধীনতার লড়াইয়ে নারীশক্তির অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়েছিলেন। কর্ণগড় দুর্গের প্রতিটি ইট যেন এখনো তার সেই সংগ্রামী আহ্বানের প্রতিধ্বনি শোনায়।
আজ শুক্রবার ২৮শে নভেম্বর মেদিনীপুর বিধানসভার শালবনী ব্লকে সাংসদ তহবিল থেকে রাণী শিরোমণি গড়ে বিশ্রামাগারের ও স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন (মহিলা ও প্রসূতি বিভাগ) নির্মানের শুভ শিলান্যাস হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া,এ.ডি.এম(উন্নয়নকারী),প্রাক্তন বিধায়ক প্রদ্যুত কুমার ঘোষ, নেপাল সিংহ ,সৌমেন খান,সন্দীপ সিংহ সহ আর ও অনেকে ।
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়ার সাংসদ তহবিলের আর্থিক সহযোগীতায় আনুমানিক ৪৪,৫৪,৭১৭.০০ টাকায় কর্ণগড় মা মহামায়া-র মন্দির সংলগ্ন স্থানে বিশ্রামাগার নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ।এছাড়া সুস্বাস্থ্য কেন্দ্র তৈরীর ভবন নির্মাণের কাজের শিলান্যাস করা হয়।