পশ্চিম মেদিনীপুরের শালবনী জে. এন.এম ইনস্টিটিউট অফ নার্সিং উদ্যোগে রক্তদান শিবির!

নিজস্ব সংবাদদাতা : রক্তের গ্রীষ্মকালীন চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুরের শালবনী ইনস্টিটিউট অফ নার্সিং।গত শুক্রবার ১৬ই মে শালবনী ইনস্টিটিউট অফ নার্সিং উদ্যোগে এক বৃহৎ আকারের রক্তদান শিবিরে ৫৫ জন মহিলা সহ রক্ত দিলেন ২০৯ জন রক্তদাতা। উপস্থিত ছিল শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো, শালবনীর পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ,তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, জে এন এম ইনস্টিটিউট অফ নার্সিং,চেয়ারম্যান অসিত ঘোষ এবং শালবনী নার্সিং সুপারভাইজার সহ অন্যান্য সদস্যরা।