পশ্চিম মেদিনীপুরে SB XI টীমের উদ্যোগে শিশু দিবস পালিত হলো!

নিজস্ব সংবাদাতা: শিশুরাই আগামী দিনের আলো। প্রতি বছর মত ১৪ই নভেম্বর শিশু দিবস পালিত হচ্ছে সারা দেশজুড়ে। দিনটি পন্ডিত জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকী হিসেবে চিহ্নিত করা হয়, যাকে চাচা নেহেরু হিসেবে স্নেহের সাথে স্মরণ করা হয়। মেদিনীপুরে শিশু দিবসকে কেন্দ্র করে এক হৃদয়স্পর্শী উদ্যোগ নিল স্বনামধন্য ফুটবল ক্লাব SB XI Midnapore ! শিশু দিবস উপলক্ষে ১৪ই নভেম্বর শুক্রবার মেদিনীপুর শহরের ব্লাইন্ড আবাসনে টীমের পক্ষ থেকে ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ,চকলেট এবং শিক্ষার প্রয়োজনীয় সামগ্রীর।টীমের সদস্যদের উপস্থিতিতে বাচ্চাদের মধ্যে দেখা যায় অপরিসীম আনন্দ। উপহার সামগ্রী গ্রহণের পর তাঁদের মুখে ফুটে ওঠে হাসি।

ক্লাবের কর্মকর্তা আবীর আগরওয়াল জানান, "শিশুরা আমাদের ভবিষ্যৎ, আমাদের আশা—তাদের হাসি পৃথিবীকে সুন্দর করে তোলে। শিশুরা যেমন কোমল, তেমনি শক্তিশালী স্বপ্নের বাহক। তাই তাদের জন্য নিরাপদ, ভালোবাসায় ভরা ও স্বাধীন পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।সমাজের প্রত্যেকটি শিশুই সমানভাবে আনন্দ ও ভালোবাসা পাওয়ার অধিকারী। সেই ভাবনা থেকেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তারই সাথে তিনি এও জানান, যে SB XI মেদিনীপুর ক্লাব সর্বদায় তাঁদের পাশে আছে।ভবিষ্যতে বাচ্চাদের উন্নতির জন্য কিছু প্রায়োজন থাকলে সেই কাছে পাশে থাকারও আশ্বাস দেন।

এদিন বাচ্চাদের সঙ্গে সময় কাটান SB XI Midnapore–এর খেলোয়াড় থেকে শুরু করে সদস্যরা। গান, গল্প ও নানা বিনোদনের মাধ্যমে শিশু দিবস হয়ে ওঠে আরও প্রাণবন্ত।আবাসনের কর্তৃপক্ষ ক্লাবের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই সম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।মানবিকতার এই উদাহরণ নিঃসন্দেহে শিশু দিবসের প্রকৃত অর্থকে নতুন করে তুলে ধরল মেদিনীপুরবাসীর সামনে।