ঘাটালের এসডিও নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা টাউনে কোল্ড স্টোরেজে অভিযান!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আজ শনিবার,পশ্চিম মেদিনীপুরে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস নেতৃত্বে বাজারে অভিযানের পরে চন্দ্রকোনা টাউনে কোল্ড স্টোরেজে অভিযান চলানো হয়। এই বিষয়ে এসডিওর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,কোল্ডস্টোরেজ থেকে আলু কত দামে বেরোচ্ছে সহ বিভিন্ন আনুষঙ্গিক দিক খতিয়ে দেখা হয়েছে।এছাড়াও এদিন চন্দ্রকোনা টাউনে আনাজ ও মাছ বাজারেও অভিযান করা হয়। পাইকারি এবং খুচরো দামে বিক্রির মধ্যে তফাৎ যেন বেশি না থাকে এবং একই বাজারে ভিন্ন দাম যেন না থাকে সে বিষয়ে সতর্ক করে দেন ঘাটাল মহকুমা শাসক। তিনি বিক্রেতাদের বলেন দাম যেন বেশি না নেয়া হয়।তিনি ক্রেতাদের সাথেও কথা বলেন।ওজনযন্ত্র যেন পুনর্নবীকরণ করা হয় সেই বিষয়ে বলা হয়েছে। ওজনযন্ত্র পুনর্নবীকরণ না থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।