পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গ্রামে স্যানিটেশন সম্পর্কে সচেতনতা শিবির!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের গার্মাল গ্রাম পঞ্চায়েতের লোধা-অধ্যুষিত গ্রামীণ এলাকাটি দরিদ্র লোধা সম্প্রদায়ের বসবাসের জায়গা। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন তাদের বিভিন্ন বিষয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছে।এলাকায় গ্রামীণ স্যানিটেশন সম্পর্কিত একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। স্যানিটেশন কী? এটি কীভাবে ব্যবহার করা হয়? এর সুবিধা কী? কেন এই জিনিসগুলি প্রয়োজন? শিবির আয়োজন করে লোধা শবরদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই শিবিরের প্রধান অতিথি ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা ম্যাজিস্ট্রেট খুরশেদ আলী কাদেরী, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিভা রানী মাইতি, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিং, পশ্চিম মেদিনীপুরের বিডিও রোমান মণ্ডল, তৃণমূল যুব কংগ্রেস রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিং,পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা প্রমুখ।