স্বর্গীয় বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রীনগরে বিশিষ্ট সমাজসেবী সচ্চিদানন্দের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি !
নিজস্ব সংবাদদাতা : একজন সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক হলেন বাবা ও মা।স্বর্গীয় বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন ছেলে। এমনই উদ্যোগের ছবি নজরে এল পশ্চিম মেদিনীপুরে রামজীবনপুর শ্রীনগর এলাকায়। তার মাঝেই বেশ জাঁকিয়ে পড়েছে শীত ।
তবে এই কনকনে শীতে ঠান্ডা থেকে বাঁচতে ঘরে ঢুকে জানালা লাগালেও সমাজের এক শ্ৰেণীর মানুষের নাজেহাল অবস্থা । পশ্চিম মেদিনীপুরের শ্রীনগরে বিশিষ্ট সমাজসেবী সচ্চিদানন্দের স্বর্গীয় বাবা ও মা স্মৃতির উদ্দেশ্যে আশেপাশের এলাকার বেশ কিছু দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয় এবং তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।