পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের উদ্যোগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক পর্যালোচনা সভা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের উদ্যোগে সোমবার মেদিনীপুরে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক পর্যালোচনা সভা। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার বিরুদ্ধেই এদিন সরব হন তৃণমূলের আইনজীবী নেতৃত্ব। সভামঞ্চ থেকে স্পষ্ট অভিযোগ উঠে আসে “রাজ্যে বৈধ ভোটারদের নাম ইচ্ছাকৃত ভাবে বাতিল বা ‘অবৈধ’ করার অপচেষ্টা চলছে। আমরা তা হতে দিচ্ছি না, এবং কোনও অবস্থাতেই হতে দেব না। উপস্থিত ছিলেন প্রাক্তন বার কাউন্সিলার চেয়ারম্যান আইনজীবী আনসার আলী মন্ডল, আইনজীবী রাজকুমার দাস, বিধায়ক সুজয় হাজরা, প্রতিভারাণী মাইতি, মৃণাল চৌধুরী, মৌ রায় সহ জেলার বহু বিশিষ্ট আইনজীবী ও নেতৃত্ব। আইনজীবী গৌতম মল্লিক তাঁর বক্তব্যে বলেন “দীপক সরকার, জ্যোতি বসুরা বিচার দিতে পারেনি, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যে আইন-শৃঙ্খলা সুদৃঢ় হয়েছে,বিচার দিয়েছে তৃণমূল সরকার। আজ তৃণমূলের শাসনেই বিরোধীরাও সুরক্ষিত।এটি তৃণমূল সরকারের বড় সাফল্য। তাদের দাবি, ভোটার তালিকায় কারও নাম অযথা বাদ দেওয়া বা বিভ্রান্তি তৈরি করলে তার বিরুদ্ধে আইনগতভাবে লড়াই চালাবে।