পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর হলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১শে জুলাই-এর সমর্থনে প্রস্তুতি সভা!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর হলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১শে জুলাই-এর সমর্থনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই প্রস্তুতি সভায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়াকে সংবর্ধনা জানানো হয়। ওই সভায় উপস্থিত হয়ে সাংসদ জুন মালিয়া বলেন, একুশে জুলাই মানে আবেগ, একুশে জুলাই মানে নতুন দিশা, একুশে জুলাই মানে নতুন দিনের সূচনা।আর হাতে মাত্র ৮ মাস সামনে ২০২৬ এর বিধানসভার নির্বাচন, আর তার আগে সামনে ২১ শে জুলাই শহীদ দিবস।
আর সেই শহীদ দিবসকে সামনে রেখে এদিন সাংসদ জুন মালিয়া বলেন , কেন্দ্রের বিজেপি পরিযায়ী শ্রমিকদের আটকে দিচ্ছে।বাংলায় কথা বললে বাংলাদেশী।আর এই সব কিছুর জন্য সারাদেশের মধ্যে সবার প্রথম প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি আছেন তাই আমরা সুরক্ষিত।এবারের ২১ শে জুলাইয়ে শহীদ দিবস হবে মহা সমাবেশ।এদিনের এই প্রস্তুতি সভা কার্যত জনজোয়ারের চেহারা নেবে।
একুশে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ স্মরণ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তিনি সর্বস্তরের মানুষকে একুশে জুলাই ধর্মতলার শহীদ স্মরণ সমাবেশ থেকে দলকে নির্দেশ দিবেন ২০২৬ এর লড়াইয়ের। এদিনের সভায় উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, কাউন্সিলার সৌরভ বসু, উপ- পৌর প্রধান অনিমা সাহা, মেদিনীপুর সংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী,সন্দীপ সিংহ,বুদ্ধ মহাপাত্র, আবির আগরওয়াল সহ অন্যান্য কাউন্সিলারা ও সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।