পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ISRO-র সহায়তায় রেডিয়োসন্ড বেলুন আকাশে পাঠানো হলো!
নিজস্ব সংবাদদাতা : গত রবিবার ২২শে জুন বিকেলে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া গবেষণার এক নতুন ইতিহাস তৈরি করেছে। দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)-র সহযোগিতায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবার আকাশে পাঠানো হলো হিলিয়াম গ্যাসভর্তি এক বিশাল বেলুন, যাতে সংযুক্ত ছিল জিপিএস পরিচালিত রেডিয়োসন্ড—a cutting-edge আবহাওয়া সংক্রান্ত পরিমাপক যন্ত্র। এই উচ্চপ্রযুক্তির বেলুনটি বিকেল আকাশে ওড়ে এবং ক্রমশ উঠে যায় প্রায় ২৭.৮৩১ কিলোমিটার উচ্চতায়। এই অসাধারণ অভিযানের মাধ্যমে প্রতি মুহূর্তে সংগ্রহ করা হয় বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর চাপ, গতিবেগ এবং গতিবিধির বিশ্লেষণাত্মক তথ্য। ঠিক বিকেল মিনিটে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার গুরাবান্ধা বনাঞ্চলে এই বেলুনটি পড়ে যায়। ততক্ষণ পর্যন্ত, রেডিওসোন্ড (আবহাওয়া যন্ত্র) দিয়ে সজ্জিত এই বেলুনটি প্রতিটি মুহূর্তের জিপিএস অবস্থানও প্রদান করে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন যে যে উদ্দেশ্যে এই বিশেষ বেলুনটি বায়ুমণ্ডলে পাঠানো হয়েছিল তা সফল হয়েছে।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের ডিরেক্টর অধ্যাপক যতিশংকর বন্দ্যোপাধ্যায় বলেন, এই বেলুন প্রোজেক্টটি আমাদের গবেষণার একটি মাইলস্টোন। এত উচ্চতায় ওঠা বেলুন থেকে বায়ুমণ্ডলের যে বিশ্লেষণী তথ্য আমরা সংগ্রহ করেছি, তা পশ্চিমবঙ্গ তথা পূর্বাঞ্চলের আবহাওয়া গবেষণায় নতুন দিগন্ত খুলে দেবে।