বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত কলেজ গুলোর মধ্যে সেরা কলেজ হিসেবে নির্বাচিত হলো ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়!
নিজস্ব সংবাদদাতা : জাতীয় সেবা প্রকল্পের(এন এস এস) কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে দক্ষতার বিচারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত কলেজ গুলোর মধ্যে সেরা কলেজ হিসেবে নির্বাচিত হলো ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয় এবং সেরা প্রোগ্রাম অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন শিলদা কলেজের প্রোগ্রাম অফিসার অধ্যাপক ড.সুশান্ত দে। কলেজ বিভাগে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে যথাক্রমে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় ও রাজ নরেন্দ্র লাল খাঁন মহিলা মহাবিদ্যালয়কে। প্রোগ্রাম অফিসার বিভাগে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন যথাক্রমে ঘাটাল কলেজের অধ্যাপিকা রুম্পা চক্রবর্তী এবং রাজ নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় অধ্যাপিকা শ্রেয়সী দত্ত।সেরা স্বেচ্ছাসেবক হিসেবে পুরস্কৃত হয়েছেন ময়না কলেজের ছাত্র সুপ্রিয় রায়।
স্বেচ্ছাসেবক হিসেবে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন রমেশ বাঙ্গাল ও মেহবুব আলি।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বীরেন্দ্রনাথ শাসমল সভাগৃহে আয়োজিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এন এস এস দিবসের অনুষ্ঠানে এই পুরস্কারগুলো তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রাপকদের হাতে পুরস্কার গুলি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.দীপক কুমার কর। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জয়ন্ত কিশোর নন্দী, বিশ্ববিদ্যালয়ের এন এস এস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।কলেজ সেরা হিসেবে পুরস্কৃত হওয়ায় এবং কলেজের অধ্যাপক ড.সুশান্ত দে প্রোগ্রাম অফিসার হিসেবে পুরস্কৃত হওয়ায় খুশি শিলদা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.সুশান্ত কুমার দোলাই। তিনি কলেজের এন এস বিভাগ ও ড.সুশান্ত দে কে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অধীনে রয়েছে মোট ১৫৪ টা এনএসএস এর ইউনিট। তার মধ্যে ১৫২ টি ইউনিট আর্থিক সাহায্যপ্রাপ্ত ।এই ইউনিটগুলোর অন্তর্ভুক্ত রয়েছে ১৫ হাজার ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবক। এবার সেরা স্বেচ্ছাসেবক পুরস্কার পেয়েছে ময়না কলেজের শিক্ষার্থী।গত বছর সেরা স্বেচ্ছাসেবক পুরস্কার পেয়েছিল শিলদা কলেজের শিক্ষার্থী।