মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় সম্মিলনী ও সম্বর্ধনা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় সম্মিলনী ও সম্বর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। মঞ্চ থেকে তিনি যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে বলেন, “যেই পার্টি করো, সেই পার্টির মা ও মাটিকে আগে চিনতে শেখো। বই পড়ো, মেদিনীপুরকে জানো, তারপর রাস্তায় নেমে আন্দোলন করতে শেখো।”উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, মেদিনীপুরের সাংসদ ও অভিনেত্রী জুন মালিয়া, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি,অজিত মাইতি,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি প্রসাদ মাহাতো, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ জেলা এবং রাজ্য নেতৃত্বরা।

এদিন কার্যত যুব কর্মীদের রাজনৈতিক শিক্ষার দিক নির্দেশ দেন। তিনি বলেন, আগামী দিনে যুব তৃণমূল কংগ্রেসের মিটিং-সমাবেশ ইনডোর নয়, আউটডোরে করতে হবে, যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় দলের বার্তা। বক্তব্যে তিনি তুলে ধরেন, বাম আমলে মেদিনীপুরসহ রাজ্যের নানা প্রান্তে সাধারণ মানুষের উপর কীভাবে অত্যাচার চালানো হতো, তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। এছাড়াও কর্মীদের মনোবল চাঙ্গা করতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এছাড়াও তিনি উল্লেখ করেন, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের প্রাপ্য অর্থ বরাদ্দ না করায় উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে—এই বিষয়টিও মানুষকে জানাতে হবে।মন্ত্রী এদিন মেদিনীপুরের ঐতিহাসিক স্থান রানী শিরোমণিগড় সম্পর্কেও যুব তৃণমূল কর্মীদের অবহিত করেন। তিনি বলেন, রানী শিরোমণিগড়ের ইতিহাস পাঠ্যপুস্তকে স্থান পাওয়া উচিত, এবং এজন্য তিনি ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিষয়টি জানিয়েছেন।