পশ্চিম মেদিনীপুর জেলার ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে রক্তদান শিবির!
নিজস্ব সংবাদদাতা : রক্ত সংকট নিরসনে লড়াই চালিয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম।হঠাৎ করেই চাষবাস ও অন্যান্য কারণে সর্বত্র ব্লাড সেন্টার গুলিতে রক্তের হাহাকার শুরু হয়েছে আর তার নিরসনেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। তেমনই এক কর্মসূচি আজ অনুষ্ঠিত হলো ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড সেন্টারে।
সংশ্লিষ্ট হাসপাতালের সুপারের অনুরোধে সংগঠনের জেলা সহ-সভাপতি গৌতম চক্রবর্তীর ব্যবস্থাপনায় ফোরামের ডেবরা ব্লক ইউনিটের উদ্যোগে আজ বৈকালিক ইন হাউস রক্তদান করলেন মোট ২৩জন মহান রক্তদাতা। সহযোগিতায় এগিয়ে এলেন পার্শ্ববর্তী সবং ও নারায়ণগড় ব্লক ইউনিট।এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ফোরামের সেক্রেটারি জগদীশ মাইতি,ডেপুটি সেক্রেটারি মৃত্যুঞ্জয় সামন্ত,ডেবরা ব্লক ইউনিটের সম্পাদক শুভ্র প্রকাশ মণ্ডল প্রমুখ।
তাঁরা জানান,"সারা বছর ধরেই আমারা বিভিন্ন সংগঠকদের সাথে নিয়ে পাশাপাশি ১৬টি ব্লাড সেন্টারে কয়েকশ শিবির সংগঠিত করছি,আবার প্রয়োজনে আমাদের সদস্যরা অন কল ডিমান্ড মেটাতে এই সমস্ত ব্লাড সেন্টারের পাশাপাশি কলকাতা,দুর্গাপুর,ভুবনেশ্বর প্রভৃতি জায়গায় মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে ছুটে যাচ্ছে।
আবার ক্রাইসিস পিরিয়ডে এই ধরনের ছোটো ছোটো ইন হাউস শিবির করে চিকিৎসা ব্যবস্থা সচল রাখতে বদ্ধ পরিকর রয়েছে।এই প্রক্রিয়া সর্বত্র জারি থাকবে।" ডেবরা হাসপাতালের সুপার এবং এমওআইসি ব্লাড ডোনার্স ফোরামের এই নিরবিচ্ছিন্ন উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বলেন,"এনারা আছেন বলেই সারাবছর আপদে বিপদে রোগীরা প্রয়োজনীয় রক্তের যোগান পাচ্ছেন,ব্লাড সেন্টার গুলিও সচল রয়েছে।"