মেদিনীপুরে পশ্চিমবঙ্গ দিবস ও পয়লা বৈশাখ উদযাপন!
নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার পয়লা বৈশাখ। নতুন বছরের প্রথম দিন পশ্চিমবঙ্গ ১৪৩২ বঙ্গাব্দে পা রাখবে। বৈশাখের প্রথম দিনটিকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে ঘোষণা করেছিল রাজ্য সরকার। ১৫ই এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ দিনে পশ্চিমবঙ্গ দিবস ও নববর্ষ উদযাপন হলো মেদিনীপুরে বিদ্যাসাগর হল প্রাঙ্গনে। যার মূল আয়োজনে ছিল মেদিনীপুর জেলা তৃণমুল যুব কংগ্রেস ও মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস। সকালে বিভিন্ন মনীষী দের লেখায় ভরা প্লাকার্ড নিয়ে শহর জুড়ে প্রভাত ফেরীর ব্যবস্থা করা হয়। এরপর সন্ধ্যায় আয়োজন করা হয় মেদিনীপুর শহর তথা জেলার গুণী ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সংগীত পরিবেশন করেন প্রখ্যাত সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী ।
এছাড়াও শহর ও জেলার স্বনামধন্য নৃত্য ও আবৃত্তি সংস্থা গুলি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার,মেদিনীপুরের ইতিহাসে এক অনন্য নাম মহঃ ইয়াসিন পাঠান,জেলার স্বাস্থ্য সচিব শুভম সারঙ্গী, বিধায়ক দীনেন রায়,প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, প্রাক্তন বিধায়ক আশীষ চক্রবর্ত্তী, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী, শহর যুব কংগ্রেসের সভাপতি সহ আবীর আগরওয়াল সহ অন্যান্যরা।