খড়গপুরের সাউথ সাইড প্রাইমারি স্কুলে চলাকালীন সময়েই হঠাৎ ভেঙে পড়ল ছাদের চাঙড়!

নিজস্ব সংবাদদাতা:  ঘটনাটি ঘটেছে সোমবার পয়লা সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের একটি সরকারি সাউথ সাইড প্রাইমারি স্কুলে। খড়গপুরের একটি স্কুলে ক্লাস চলাকালীন একটি শ্রেণীকক্ষের ছাদের আস্তরণ ভেঙে পড়ে, যার ফলে শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পায়। এই ঘটনা স্কুলের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

বিষয়টি প্রশাসনিক কর্তাদের জানানোর পরেও মেরামতির কাজ এখনও শুরু হয়নি, দাবি টিচার ইনচার্জের। এই অবস্থায় কীভাবে স্কুলে পঠন-পাঠন চালাবেন, তা ভেবে পাচ্ছেন না টিচার ইনচার্জ। যদিও প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু দিন ধরেই স্কুল ভবনের অবস্থা বেহাল ছিল। এক বাসিন্দা অভিযোগ করেন, “আমরা বারবার জানিয়েছি স্কুলের ভবন দুর্বল হয়ে পড়েছে, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।”