পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের খড়গপুর মহিলা থানার উদ্যোগে অসহায় শিশুদের জন্য 'কিশলয়' পাঠশালা!

অরিন্দম চক্রবর্তী :  গত শুক্রবার ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস দিনে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের খড়গপুর মহিলা থানার উদ্যোগে অসহায় শিশুদের জন্য 'কিশলয়' পাঠশালা চালু হলো । আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছেলে-মেয়েদের শিক্ষাদানের উদ্দেশ্যে এই 'কিশলয়' পাঠশালা চালু করা হলো ।

এই স্কুলে শিশুদের কেবল পড়ানো হয় না, বরং তাদের সাংস্কৃতিক ও মানবিক বিকাশের জন্য নৃত্য, গান, চিত্রকলার মতো সৃজনশীল শিক্ষাও শুরু করা হয়। পার্বতী চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মহিলা থানার অফিসার প্রতিভা হলধর বলেন প্রথম দিকে পড়ুয়ার সংখ্যা কম থাকলেও এখন ৫০ জনের কাছাকাছি ছেলেমেয়ে তাঁদের কাছে পড়তে আসে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি, নাচ, গান, আবৃত্তি ও ছবি আঁকার প্রশিক্ষণ দিচ্ছেন তাঁরা। যে সমস্ত ছেলে মেয়েরা, পড়াশোনার সামগ্রিক কিনতে পারে না, তাদেরকেও নিজেদের মধ্য থেকে চাঁদা তুলে পড়াশোনা সরঞ্জাম দিয়ে সাহায্য করেন। আপাতত ১০ জন শিক্ষাকর্মীবৃন্দ এই স্কুলের শিশুদের দেখা শুনা করবেন।এক স্থানীয় বাসিন্দা বলেন দিনমজুরের কাজ করে সংসার চলে আমাদের। পড়ুয়া মেয়ের জন্য গৃহশিক্ষক রাখা সম্ভব নয়। স্কুলও বন্ধ। এই পাঠশালায় মেয়েকে পাঠাবো। এতে মেয়ে পড়াশোনা মধ্যে থাকছে, নাচ, গান শিখতে পারবে।