পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে কুচকাওয়াজ এবং রক্তদান শিবির!

নিজস্ব সংবাদদাতা : আজ ৬-ই ডিসেম্বর, গৃহরক্ষী বাহিনী তথা অসামরিক প্রতিরক্ষা বাহিনীর শুভ ৬৩-তম প্রতিষ্ঠা দিবস । সর্বত্র ব্লাড সেন্টার গুলিতে রক্তের হাহাকার শুরু হয়েছে আর তার নিরসনেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ। রক্তদান জীবনদান (Blood donation camps)—এই বার্তা ছড়িয়ে দিতে শুরু হলো রক্তদান শিবির ।শনিবার ৬ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে কুচকাওয়াজ এবং রক্তদান শিবির কর্মসূচি পালিত হয়। প্রতি বছর ৬ই ডিসেম্বর অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস ডে পালিত হয় , যা হোম গার্ড এবং সিভিল ডিফেন্স সংস্থাগুলির অঙ্গীকার এবং অবদানকে সম্মান জানায় ।

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী উপস্থিতিতে, জেলার পুলিশ লাইন্সে গৃহারক্ষী বাহিনীর সদস্যদের দ্বারা পরিচালিত কুচকাওয়াজ এবং রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে গৃহরক্ষী বাহিনীর ৬৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকবৃন্দ এবং বাহিনীর সদস্যগণ। ৫৭ জন রক্তদান করলেন এই শিবিরে। এক উচ্চপদস্থ পুলিশের আধিকারিক বলেন এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে।