পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আশ্রয়হীন পরিবার,বাজ পড়ে পুড়ে গেল সারা বাড়ি!

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার আলিকষা গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বজ্রপাতে খড়ের ছাউনি দেওয়া একটি মাটির বাড়ির সঙ্গে বাড়ির আসবাবপত্রও পুড়ে গিয়েছে।শুক্রবার সকাল থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয় দাঁতনে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট শুরু হয়। একের পর এক বাজ পড়তে থাকে। সেই সময় বড়া গ্রামের বাসিন্দা সুবল ধল ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ির ভিতরেই ছিলেন। বজ্রপাতের পর দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো বাড়ি। পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র। বাজ পড়ে আশ্রয়হীন হয়ে পড়েছে ধল পরিবার। আতঙ্কে রয়েছেন ওই পরিবারের সদস্যেরা।