পৌষমেলার জন্য মাঠ দিতে রাজি বিশ্বভারতী!

নিজস্ব প্রতিবেদন : রাজ্য প্রশাসনকে পৌষমেলার মাঠ দিতে সম্মত হলো বিশ্বভারতী। খুশির হাওয়া শান্তিনিকেতনে। অবশ্য বিশ্বভারতীর লিখিত চিঠি হাতে পাওয়ার পরেই মেলা কোন মাঠে হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।সেই চিঠির প্রেক্ষিতে মাঠ দেওয়ার জন্যে ১৩টি শর্ত আরোপ করে বিশ্বভারতী। ১২টি শর্তপূরণের আশ্বাস দিয়ে রবিবার চিঠির উত্তর দেন বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ। তবে ফৌজদারি মামলার নিষ্পত্তির যে শর্ত বিশ্বভারতী দিয়েছিল, তা বিচারাধীন বলে জানিয়ে দেয় রাজ্য প্রশাসন। সেই চিঠি পেয়ে সোমবার জরুরি বৈঠকে বসেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্য প্রশাসনকে মেলা করার জন্য মাঠ দেবে বিশ্বভারতী।