বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের!

বন্যা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরে বিভিন্ন বন্যা কবলিত জেলা গুলিতে গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর আজ মন্ত্রীসভার বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর কড়া বার্তা দেন, “যে সমস্ত মন্ত্রীদের এলাকায় বন্যা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রীরা পুজোর চেয়ে বেশি বন্যায় নজর দিন। এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দিতে হবে। আর যে সমস্ত এলাকায় বন্যা হয়নি, সেখানে মন্ত্রীরা বন্যা দুর্গত এলাকার জন্য পর্যাপ্ত ত্রাণ সংগ্রহ করে পাঠান।পুজোর পাশাপাশি বন্যা গুরুত্বপূর্ণ।”