" ফাঁকা মাঠে ফুটবল খেলা যায় না ”-তৃণমূল প্রার্থী শতাব্দী রায় !

নিজস্ব সংবাদদাতা : ভোট যত সামনে আসছে বিভিন্ন দলীয় প্রার্থীদের বিভিন্ন কথা শোনা যাচ্ছে। ফাঁকা মাঠে ফুটবল খেলতে পারছেন না এবার বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শনিবার সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতে প্রচারে নেমেছিলেন তারকা তৃণমূল প্রার্থী। সেখান থেকেই শতাব্দী বলেন, “ফাঁকা মাঠে ফুটবল খেলা যায় না।” কিন্তু ফাঁকা মাঠ বলতে কী বোঝাতে চাইলেন ?

এখনও পর্যন্ত বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়নি। ফলত ময়দানে একাই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি । ফুটবল খেলতে হলে প্রতিপক্ষ দরকার। আর প্রতিপক্ষ না থাকার কারণে কীভাবে খেলবেন সেইটাই চিন্তা করছেন তিনি। অন্যদিকে, এদিন প্রচার চলাকালীন শতাব্দী রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি লক্ষীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্প নিয়ে সাধারণ মানুষদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন "একসময় আমাকে পরিযায়ী হিসাবে সবাই বলত। কিন্তু তিনি ২০০৯ সাল থেকে লাগাতার বীরভূম লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে মানুষের পাশে থেকেছি। আগামী দিনেও পাশে থাকব।”