ফের আলু চাষির আত্মহত্যা!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : নিম্নচাপে প্রভাবে হওয়া অকাল দুদিনের বৃষ্টি পণ্ড করেছে পরিশ্রম। শুধু তাই নয়, কেড়ে নিয়েছে রাতের ঘুমও। রাজ্যের আলু ও ধান চাষিরা ভেবে পাচ্ছেন না, কীভাবে তাঁরা ঋণ মেটাবেন। গত দুদিন ঋণের বোঝায় মেটানোর চিন্তায় আত্মঘাতী হয়েছেন রাজ্যের দুই চাষি। ফের পশ্চিম মেদিনীপুরেও ঘটে গেল একই ঘটনা। চন্দ্রকোণায় বিষ খেয়ে আত্মঘাতী হলেন আরও এক আলু চাষি। এবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন আলু চাষি! ঋণ নিয়ে চাষ করেছিলেন তিনি। প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে এবারের আলু চাষ। তার ফলেই চিন্তায় পড়েন। সেই দুশ্চিন্তা থেকে আত্মহত্যা বলে দাবি মৃতের স্ত্রীর। রবিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হবে মৃতের ময়নাতদন্ত।পরিবার সূত্রে জানা গিয়েছে, ঋণ নিয়ে প্রায় চার বিঘা পোখরাজ ও অন্যান্য আলু চাষ করেছিলেন চন্দ্রকোনা লাহিরগঞ্জ এলাকার বাপি ঘোষ নামে এক কৃষক। তবে অকাল বৃষ্টিতে আলুর জমি পুরো ডুবে যায়। প্রচুর টাকা ঋণ নিয়ে চাষ করার পর ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তার জেরেই শুক্রবার গভীর রাতে বিষ খান ওই চাষি। এরপর দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। রবিবার দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে র মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হবে মৃতের।