মঙ্গলবার পাঞ্জাবের আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে প্রধানমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা : ১৩ই মে মঙ্গলবার পঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গেলেন প্রধানমন্ত্রী। দেখা করলেন বায়ুসেনার জওয়ানদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথাও বলেন। সাধুবাদ জানালেন ‘অপারেশন সিঁদুরের’ জন্য। গত বৃহস্পতিবার ও শুক্রবার ভারতে যে যে সেনাঘাঁটিগুলিতে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। তাদের মধ্যে অন্যতম আদমপুরের বায়ুসেনা ঘাঁটি। বায়ুসেনার তৎপরতায় সেই হামলা প্রতিহত করা হয়েছে। মঙ্গলবার, শুধু সফরই নয়, কোথা কোথা দিয়ে হামলা চালানো চেষ্টা করেছিল পাকিস্তান, তাও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, জওয়ানদের সাহসিকতার জন্যও প্রশংসা করেন তিনি।