সোমবার সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তমলুক এবং ঝাড়গ্রামে!
নিজস্ব সংবাদদাতা : ২০ মে পঞ্চম দফার ভোট চলাকালীন সোমবার ফের নির্বাচনী প্রচারে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ওড়িশার পুরীর মন্দিরের সামনেই গ্রান্ড রোড ধরে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই ভিড় ছিল রাস্তাঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী রোড-শো শুরু করতেই চারিদিক থেকে পুষ্পবৃষ্টি হয়। দক্ষিণবঙ্গের দুই কেন্দ্র তমলুক ও ঝাড়গ্রামে বিজেপির প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করবেন তিনি। রাজনৈতিক দিক থেকে এই দুই কেন্দ্রই যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেননা, উনিশের ভোটে তমলুক থেকে জোড়াফুল প্রতীকে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী। কিন্তু দলের সঙ্গে তাঁর সম্পর্ক নেই দীর্ঘদিন। এমনকী এই তৃণমূল কংগ্রেস এমপিকেই দেখা গিয়েছে মোদি-শাহের সভায়! এজন্য রাজ্যের শাসক দলের ছোড়া তীব্র কটাক্ষ শুনতে হয়েছে দিব্যেন্দুকে। এবার অবশ্য ভোটে লড়ছেন না তিনি। পূর্ব মেদিনীপুরের এই আসনেই এবার বিজেপি প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে ‘হাজার হাজার শিক্ষকের চাকরি খাওয়া’র অভিযোগ তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ওই মামলাটি আপাতত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন। এই আবহে প্রধানমন্ত্রী আজ অভিজিৎবাবুর পক্ষে কী বার্তা দেন, তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। । সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় এয়ারফোর্সের হেলিকপ্টার সভা মঞ্চের পাশে হেলিপ্যাডে মহড়া দেয়। পুরো সভামঞ্চের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রীর স্পেশাল প্রেটেকশন গ্রুপের অফিসাররা। এদিন সকাল থেকে কয়েকদফা স্নিফার ডগ ও অতি শক্তিশালী মাইন ডিটেক্টর দিয়ে সভাস্থল পরীক্ষা করা হয়।