মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন প্রধানমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা: ১৪৪ বছরের মহাকুম্ভ যোগে প্রয়াগরাজে মেলা শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি। ইতিমধ্যে মোক্ষলাভের আশায় ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছে গোটা ভারত! সাধু-সন্ত থেকে আমজনতা। বুধবার ৫-ই ফেব্রুয়ারী সেই পবিত্র জলে ডুব দিয়ে একতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বৈদিক আচার মেনে মন্ত্রপাঠ সেরে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থলে পুণ্যস্নান করেন মোদি। স্নানের পরে গঙ্গা পূজা ও আরতিও করেন তিনি। স্নান শেষে কুম্ভে আগত সাধু-সন্ন্যাসীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে কথা বলবেন।