কলকাতায় সেনা সম্মেলনে যোগ দিতে কলকাতায় প্রধানমন্ত্রী !
নিজস্ব সংবাদদাতা: সেনা সম্মেলনে যোগ দিতে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে শুরু হচ্ছে তিনদিনের এই গুরুত্বপূর্ণ সেনা সম্মেলন। রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক মাসের মধ্যে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় কলকাতা সফর। এর আগে গত ২২ অগাস্ট তিনি কলকাতায় মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। রবিবার আসাম থেকে সরাসরি কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। সোমবার ১৫ সেপ্টেম্বর সম্মেলনে যোগ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল অনিল চৌহান-সহ বাহিনীর তিন প্রধান-সহ শীর্ষকর্তারা। বৈঠকের লক্ষ্য, ভারতের সশস্ত্র বাহিনীর ‘সংস্কার, রূপান্তর ও পরিবর্তন’ বিষয়ে মতবিনিময়। পাশাপাশি পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করারও কথা আছে মোদির।