শুভ নববর্ষ ১৪৩২!
দেখতে দেখতে শুরু হয়ে গেল আরেকটি নতুন বছর। পুরাতন জীর্ণ সবকিছুকে পিছনে ফেলে ফের আরেকটা নতুন বছরের সূচনা আজ। ‘এসো হে বৈশাখ’ সুরে বাংলা নববর্ষের বন্দনার মাঝেই দিনটি শুরু হোক পরিচিত সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে। বাড়ির বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানানোর পাশাপাশি তাদের নতুন বছরে জানান আপনার শুভকামনা। সকল পাঠক বন্ধুদের জানাই বাংলা নববর্ষের প্রতি ও শুভেচ্ছা.... পরিবারের পরিচালকমন্ডলীর পক্ষ থেকে, অংশগ্রহণকারী গুণী নিবন্ধকারদের ধন্যবাদ ও অভিনন্দন।