পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বন্যার সতর্কতা!
নিজস্ব সংবাদদাতা : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বন্যার সতর্কতা জারি করা হয়েছে, কারণ ভারত পাকিস্তানি কর্তৃপক্ষকে না জানিয়েই হঠাৎ করে ঝিলাম নদী থেকে জল ছেড়ে দিয়েছে, যার ফলে নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর জলমগ্ন, কারণ বিতস্তার জলস্তর বেড়ে যাওয়া। কাশ্মীরের হাট্টিয়ান বালা জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত। মুজাফ্ফরাবাদ, চাকোটিতে বহু মানুষ ঘরছাড়া। নদী তীরবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।