মদ্যপদের দাপাদাপি থামাতে গিয়ে মেদিনীপুরে রক্ত ঝরল পুলিশের,ভাঙা হয় পুলিশের গাড়ি,পরিস্থিতি সামল দিতে শেষ পর্যন্ত নামানো হয় RAF!
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর গ্রামের পুজোতে মদ খেয়ে দাপাদাপি শুরু করে কিছু যুবক। শুরু হতে থাকে বড় ধরণের গন্ডগোল। পরিস্থিতি সামাল দিতে হাজির হয় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই সময়ে ধস্তাধস্তির মধ্যে মদ্যপদের এক যুবক পড়ে গিয়ে চোট পান। তাঁকে ইতিমধ্যেই চিকিৎসার জন্য কলকাতাতেও পাঠানো হয়েছে বলে খবর। গ্রামের কয়েক জন দাবি করেন, পুলিশের মারে পড়ে গিয়েছেন যুবক। তার পরেই শুরু হয় গন্ডগোল। পুলিশে কার্যত চারদিক থেকে ঘিরে ফেলে চলে তুমুল বচসা। এরপরই পুলিশকে অকথ্য ভাষায় গালি দেওয়া হয়। ঝামেলার মাঝেই মেরে এক পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দেয়। এমনকি আহত হয়েছেন অনেকেই। ভাঙা হয় পুলিশের গাড়িও। পরিস্থিতি সামল দিতে শেষ পর্যন্ত নামানো হয় RAF। কিছু ক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গন্ডগোল করা এবং কর্তব্যরত পুলিশকর্মীর গায়ে হাত তোলার জন্য রাতেই এলাকা থেকে গ্রেফতার করা হয় ১০ জনের বেশি মানুষকে। অন্যদিকে আহত পুলিশ কর্মী বর্তমানে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।