গোটা রাজ্য জুড়ে আশা কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ ও দমনমূলক আচরণের প্রতিবাদে বৃহস্পতিবার মেদিনীপুরে ধিক্কার মিছিল!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বুধবার ২১শে জানুয়ারী গোটা রাজ্য জুড়ে আশা কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ ও দমনমূলক আচরণের প্রতিবাদে ২২শে জানুয়ারী বৃহস্পতিবার মেদিনীপুরে ধিক্কার মিছিল করলেন আশা কর্মীরা। দুপুরে মেদিনীপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাঁরা বুধবারের ঘটনার তীব্র নিন্দা জানান।

আশা কর্মীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের সঙ্গে সাক্ষাতের আশ্বাস দেওয়ার পরেও রাজ্যের একাধিক জেলায় পরিকল্পিতভাবে পুলিশি বাধা দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন অভিযানে যেতে গিয়ে বহু জায়গায় আশা কর্মীদের আটক ও গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ। তাঁদের দাবি, শান্তিপূর্ণভাবে নিজেদের ন্যায্য দাবি জানাতে গিয়েই পুলিশি দমননীতির শিকার হতে হয়েছে।

আশা কর্মীদের মতে, এই ধরনের পুলিশি হস্তক্ষেপ ও দমনমূলক পদক্ষেপ সম্পূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের সামিল। সেই ঘটনারই প্রতিবাদে বৃহস্পতিবার মেদিনীপুরে ধিক্কার মিছিলের মাধ্যমে রাজ্য সরকারের ভূমিকার বিরুদ্ধে সোচ্চার হলেন আশা কর্মীরা