বাবা-মাকে গুলি করে খুন করার অভিযোগ এক পুলিশকর্মীর বিরুদ্ধে!
নিজস্ব সংবাদদাতা : বুধবার গভীর রাতে ঝাড়গ্রাম পুলিশ লাইন এলাকার একটি ভাড়া বাড়িতে এই ঘটনাটি ঘটে। বাবা-মাকে গুলি করে খুন করার অভিযোগ এক পুলিশকর্মীর বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের রঘুনাথপুরে। পরে আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর। অভিযুক্তের নাম জয়দেব চট্টোপাধ্যায়। তিনি জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাব ইন্সপেক্টর পদে কর্মরত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত এসআই-এর নাম জয়দেব চট্টোপাধ্যায় (৩২)। আসানসোলের বাসিন্দা জয়দেব কর্মসূত্রে ঝাড়গ্রামে পোস্টিং পেয়ে পুলিশ লাইনের পাশে একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। তাঁর বাবা দেবব্রত চট্টোপাধ্যায় (৬২) এবং মা শম্পা চট্টোপাধ্যায় (৫০) কয়েক মাস আগে থেকেই তাঁর সঙ্গেই থাকছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গভীর রাতে হঠাৎ গুলির শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ এসে বাড়ির ভিতরে জয়দেব, তাঁর বাবা ও মায়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা দেবব্রত ও শম্পাকে মৃত বলে ঘোষণা করেন। গলায় গুলিবিদ্ধ অবস্থায় জয়দেব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটালেন ওই পুলিসকর্মী? প্রশ্ন উঠছে?