বিকাশ ভবনের সামনে শিক্ষকদের সঙ্গে তুলকালাম পুলিশের!

নিজস্ব সংবাদদাতা :  শিক্ষকদের আন্দোলন ঘিরে তুমুল উত্তেজনা বিকাশ ভবন চত্বরে। চাকরিহারা শিক্ষকদের একাংশ এদিন আন্দোলনে নামে। বিকাশ ভবন অভিযান ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। চাকরি হারা শিক্ষকদের দাবি তারা নতুন করে আর পরীক্ষায় বসতে রাজি নন।এদিন, পুলিশের সঙ্গে চাকরিহারা শিক্ষকদের তুমুল ধস্তাধস্তি হয়। নতুন করে পরীক্ষা দিতে রাজি নন চাকরিহারা শিক্ষকরা। মেনগেট ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢুকে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকদের একাংশ। চাকরি ফেরত চেয়ে আন্দোলনে নামেন চাকরি হারাদের একাংশ।চাকরিহারা 'যোগ্য' শিক্ষক শিক্ষিকারা কেউ আর নতুন করে পরীক্ষা দেবেন না। পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই তাঁদের স্বপদে, সসম্মানে ফেরানোর ব্যবস্থা করতে হবে। মূলত এই দাবি নিয়েই এদিন বিকাশ ভবন ঘেরাও করেন 'যোগ্য'রা।