আবার ধর্মঘটের ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, বাজারে আবারও গরম হতে পারে আলু !
নিজস্ব প্রতিবেদন : বাংলার বাজারে বাজারে আবারও আলুর আকালের আশঙ্কা। রাজ্য জুড়ে আবার ধর্মঘটের ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রাজ্যের হিমঘরগুলি থেকে সংরক্ষিত আলু বাজারে পাঠানো বন্ধ হতে চলেছে শনিবার রাত থেকেই। ফলে সপ্তাহের গোড়াতেই বৃদ্ধি পেতে পারে আলুর দাম। প্রতিবেশী রাজ্যগুলিতে আলু রফতানির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা শুরু হয় চলতি বছরের জুলাইয়ে। ব্যবসায়ীদের অভিযোগ, অন্য রাজ্যে আলু পাঠাতে গেলে রাজ্যের সীমান্তে পুলিশের হয়রানির মুখে পড়তে হয় আলু ব্যবসায়ীদের। ফলত, ২০ জুলাই থেকে রাজ্য জুড়ে টানা পাঁচ দিন ধরে চলে ধর্মঘট। রাজ্যের বাজারগুলিতে দাম বাড়ে আলুর শুরু হয় আলুর আকাল। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকে সমস্যার সমাধানের আশ্বাস মেলায় ধর্মঘট প্রত্যাহার করে নেয় ব্যবসায়ী সমিতি। কিন্তু, সেই ঘটনার এক মাস যেতেই আবার রাজ্য জুড়ে ধর্মঘটের কথা ঘোষণা করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির উপদেষ্টা বিভাস দে জানান, ‘‘ভিন্রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে তৈরি হওয়া সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার। গত এক মাস ধরে বারংবার বিষয়টি রাজ্য সরকারের বিভিন্ন স্তরের নজরে আনলেও পরিস্থিতির বিন্দুমাত্র বদল হয়নি। বর্তমানে শুধু ভিন্রাজ্যে নয়, এ রাজ্যেরই বিভিন্ন জেলায় আলু পরিবহণের ক্ষেত্রে চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হচ্ছে আমাদের। এরই প্রতিবাদে শনিবার রাত থেকে রাজ্য আবার ফের কর্মবিরতি শুরু করতে আমরা বাধ্য হচ্ছি।’’