MKDA ভাইস চেয়ারম্যান করা হল খড়্গপুরের প্রাক্তন পৌরপ্রধান প্রদীপ সরকারকে!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : শুক্রবার বিকেলে নবান্নের তরফে পুর ও নগরোন্নয়ন দফতরের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় যে , তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষের সঙ্গে যৌথভাবে দায়িত্ব সামলাবেন খড়গপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সরকার। MKDA চেয়ারম্যান থাকছেন যথারীতি বিধায়ক দীনেন রায়-ই। ভাইস চেয়ারম্যান করা হল খড়্গপুরের প্রাক্তন পৌরপ্রধান প্রদীপ সরকারকে।প্রসঙ্গত ৫ মার্চ মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠের প্রশাসনিক সভা শেষে হাত নেড়ে ডেকে নেন প্রদীপ-সরকারকে।মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী দীনেন রায়কে নির্দেশ দিয়েছিলেন, প্রদীপকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য। শুক্রবার ফোনে অবশ্য প্রদীপ জানিয়েছেন, "কিছুক্ষণ আগে খবরটা পেলাম। খুশি হয়েছি। আমি আমার কাজও চালিয়ে যাচ্ছি। আপাতত, দিদির দ্রুত আরোগ্য কামনা করছি।