বিশ্বকাপে পদক জিতলেন পশ্চিম মেদিনীপুরের 'পিংলার গর্ব' প্রণতি নায়েক!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : জিমন্যাস্টিক্স বিশ্বকাপে পদক জিতলেন পশ্চিম মেদিনীপুরের 'পিংলার গর্ব' প্রণতি নায়েক। ভারতীয় এই জিমন্যাস্টকে নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিল। তবে বাড়তি নজর ছিল দেশের অভিজ্ঞ জিমন্যাস্ট দীপা কর্মকারের দিকে। মিশরের রাজধানী কায়রোতে এই বিশ্বকাপ হল।প্রণতি নায়েক ভল্ট ইভেন্টে স্কোর করেছেন ১৩.৬১৬। তাঁর ঝুলিতে ব্রোঞ্জ পদক। দেশের তৃতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে FIG বিশ্বকাপে পদক জেতার নজির গড়লেন প্রণতি নায়েক। ফাইনালে ছিলেন ভারতের আর এক জিমন্যাস্ট দীপা কর্মকার। খারাপ সময় কাটিয়ে জিমন্যাস্টিক্সে ফিরেছিলেন। ২০১৬ সালে রিও অলিম্পিকে চতুর্থ স্থানে শেষ করে চমকে দিয়েছিলেন দীপা কর্মকার। বিশ্বকাপে পঞ্চম স্থানে শেষ করলেন।ভারতীয়দের মধ্যে এর আগে বিশ্বকাপে পদক জয়ের নজির ছিল অরুনা বুদ্দা রেড্ডি (২০১৮) এবং দীপা কর্মকারের (২০১৮)। এ বারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রণতির চেয়ে অনেক এগিয়ে ছিলেন দীপা কর্মকার। ১৩.৪৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন। অন্যদিকে, যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে ছিলেন প্রণতি। তাঁর পয়েন্ট ছিল ১৩.১৬৬। ফাইনালে বাজিমাত করলেন প্রণতি নায়েক।মুখ্যমন্ত্রী টুইট করে শুভেচ্ছা জানানোর পর পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে পাল্টা ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে আগামী দিনে যাতে রাজ্য সরকার প্রণতির পাশে দাঁড়ায় তার আবেদন রাখা হয় পরিবারের পক্ষ থেকে। এদিকে এই খবর পাওয়ার পর প্রণতিকে ধন্যবাদ জানান পিংলার বিধায়ক অজিত মাইতি।