ইন্ডিয়া জোটকে পরামর্শ প্রশান্ত কিশোরের!
নিজস্ব সংবাদদাতা : ৩৭০ আসনের টার্গেট ধরে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির। NDA-কে দেওয়া হয়েছে ৪০০ আসনের টার্গেট। অন্যদিকে বিজেপি একাই ঘরে তুলছে চাইছে ৩৭০ আসন। শীর্ষ নেতৃত্বের তরফে লক্ষ্য পূরণে কৌশল তৈরিতে ইতিমধ্যেই বৈঠকও হয়ে গিয়েছে কয়েক দফা।ভোট কুশলী প্রশান্ত কিশোরের মতে, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে একা ৩৭০ আসন দখল নেওয়ার সম্ভাবনা খুবই কম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, 'বিজেপি একা যদি ৩৭০ আসন জেতে তবে ভীষণই অবাক হব। কারণ সেই সম্ভাবনা খুবই ক্ষীণ, বলা যেতে পারে প্রায় শূন্য।প্রশান্ত কিশোর বলেন, 'বাংলার বিজেপির ভালো ফল করার সুযোগ রয়েছে। তামিলনাড়ুতে বিজেপি প্রথমবারের মতো ডবল ডিজিটের অঙ্ক ছুঁতে পারে আসন জয়ের ক্ষেত্রে। তেলঙ্গনাতেও ভালো ফল করবে বিজেপি।' প্রশান্ত কিশোরের মতে বিজেপি যদি ২০২৪ সালে ফের ক্ষমতায় ফরে তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পরিকাঠামোর আরও দুর্বল হয়ে পড়বে। তাঁর কথায়, 'যখনই কোনও ব্যক্তি বা একটি গোষ্ঠী খুব শক্তিশালী হয়ে ওঠে, তখনই সমাজের গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে আপোস করা হয়।