বন্যা পরিস্থিতি হলে কিভাবে উদ্ধারকার্য করা যায়, তা নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রাথমিক আলোচনা সভা!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে সম্ভাব্য বন্যার আশঙ্কায় সতর্কতা জারি শুরু করেছে প্রশাসন। বর্ষা মৌসুমে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা প্রতি বছরই দৃষ্টি আকর্ষণ করে।ওই বন্যা পরিস্থিতি হলে কিভাবে উদ্ধারকার্য করা যায়, সেই বিষয়ে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিপর্যয় মোকাবিলার প্রাথমিক পাঠদান করা হলো।এই উদ্দেশ্যকে সামনে রেখে কলেজে আয়োজিত হলো হাতে কলমে প্রশিক্ষণ পর্ব। এই প্রশিক্ষণ কর্মসূচিতে ছিলেন ঘাটাল মহকুমার এসডিও সুমন বিশ্বাস। তিনি নিজেও কিভাবে বন্যা পরিস্থিতিতে মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হয় হাতে-কলমে দেখান।এসডিও সুমন বিশ্বাস বলেন, আগামী দিনে বিভিন্ন বিদ্যালয় এই ধরনের প্রশিক্ষণ শিবির হবে।বাড়ির ব্যবহার করা জিনিস যেমন বোতল ও নারকেল দিয়ে কিভাবে উদ্ধার কাজ হয় তা দেখানো হয় এই প্রশিক্ষণ শিবিরে।পাওয়ার পয়েন্টের সাহায্যে ঘাটাল ব্লকের বিপর্যয় মোকাবিলা আধিকারিক ত্রিদিব রায় আলোচনা করেন। এস ডি ও অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট অতনু দাস এই প্রশিক্ষণ কর্মসূচিতে ছিলেন। এছাড়াও ছিলেন ঘাটাল কলেজের অধ্যক্ষ সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল আগ্রহ লক্ষ্য করা গেছে এই শিবিরে। কলেজের এনসিসি এবং এনএসএস এর ছাত্রছাত্রীরা দক্ষতার সাথে প্রশিক্ষণের বিভিন্ন বিষয়গুলি হাতে-কলমে করে দেখাতে সক্ষম হয়।যদি অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতি হয়, তার আগে এই প্রশিক্ষণ বেশ উপযোগী হবে বলে অনেকেই বলছেন।