প্রেস ক্লাব অব খড়গপুরের উদ্যোগে সরস্বতী পুজোয় পরিবেশ সচেতনতা বার্তা!
নিজস্ব সংবাদদাতা: সরস্বতী পুজোয় বইপত্র সাজিয়ে রাখা থাকবে ঠাকুরের পাশে। গ্রামগঞ্জে আজও প্রচলিত প্রাচীন এই প্রথা। পড়াশোনার পাশাপাশি তরুণ প্রজন্ম যত্ন নিক পরিবেশের। তাই বাগদেবীর আরাধনার পাশাপাশি পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়। খড়গপুর স্টেশনের লাগোয়া বোগদা এলাকায় প্রেস ক্লাব অব খড়গপুরের নবম বর্ষের সরস্বতীপুজো উপলক্ষে রবিবার ২ ফেব্রুয়ারী সন্ধ্যায় এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। খড়গপুর শহরের বায়ু শিল্পের দূষণের ক্ষতিগ্রস্ত হয়েই চলেছে। এমনকি শরীরের ভিতরেও ঢুকে চামড়া, শ্বাসকষ্ট জনিত রোগ এমনকি দুরারোগ্য ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে শহরে। সেখানে সুস্থ পৃথিবীর পক্ষ থেকে বৃক্ষরোপণ, প্লাস্টিক ব্যবহার বর্জন, পানীয় জলের অপচয় বন্ধ ও সংরক্ষণ বিষয়ে সাধারণ মানুষকে জানানো হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের বর্ষীয়ান সদস্য অমল মজুমদার, সাংবাদিক জিতেশ বোরকর, ডি ভানু নায়ডু। ছিলেন বিশিষ্ট সমাজকর্মী দীপক দাশগুপ্ত ওরফে দীপুভাই, কাউন্সিলর অপূর্ব ঘোষ, রাজেশ রায়, সুব্রত কর্মকার, শিবশংকর বাগচী, সৌমেন চৌধুরী, প্রসেনজিৎ গাঙ্গুলি সহ অনেকে। রাজেশ রায় বলেন, '১ বছর আগে সুস্থ পৃথিবীর জন্ম। এরমধ্যেই খড়গপুর জুড়ে ৯১৫টি চারাগাছ লাগিয়েছি। আপনারা অন্তত ১টি করে গাছ লাগান। গাছ ছাড়া পৃথিবী সুস্থ থাকতে পারে না। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতেই হবে তা না হলে ভবিষ্যৎ বাঁচবে না। দীপক দাশগুপ্ত ওরফে দীপুভাই বলেন, 'খড়গপুরে আরো বেশি গাছ লাগানো দরকার। সরকারি ও বেসরকারি স্তরে এই সচেতনতা তৈরি করতে হবে। একটি গাছ, একটি প্রাণ।' এদিন সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সহ অতিথিদের হাতে ১টি করে চারাগাছ তুলে দেওয়া হয়।সরস্বতী পুজো উপলক্ষে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে প্রেস ক্লাব অব খড়গপুর।