খড়্গপুর আইআইটি নতুন তিনটি হস্টেল, প্রায় ২৩০ কোটি টাকার প্রকল্প নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : সর্বশেষ প্রকাশিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ রেংকিং ফ্রেমওয়ার্ক (NIRF) র্যাঙ্কিং অনুযায়ী সারা দেশের মধ্যে পঞ্চম স্থানে থাকলেও রাজ্যের বিচারে খড়্গপুর আইআইটি । রাজ্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠান দেশের প্রাচীনতম এই প্রযুক্তিবিদ্যার পীঠস্থানই।পশ্চিম মেদিনীপুর জেলার 'রেলশহর' খড়গপুরে অবস্থিত আইআইটি খড়্গপুরেই ২০ই ফেব্রুয়ারি মঙ্গলবার প্রায় ২৩০ কোটি টাকার প্রকল্প বা নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীর থেকে মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালি এই প্রকল্পগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষেই মঙ্গলবার আইআইটি খড়্গপুরের নেতাজি অডিটোরিয়ামে সকাল ১১টা থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকার, আইআইটি খড়গপুরের ডাইরেক্টর ড. ভি.কে তেওয়ারি প্রমুখ।মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি (জম্মু ও কাশ্মীর থেকে) আইআইটি খড়্গপুরে নবনির্মিত ৩টি হস্টেল ও ১টি নতুন ভবনের উদ্বোধন করেন।