মহিলারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার একটি মিছিল ও মিষ্টি বিতরণ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : লোকসভা ভোটের আগে বৃহস্পতিবার বিধানসভায় পেশ করা হয়েছিল রাজ্য বাজেট।বিধানসভায় বাজেট পেশ করেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থপ্রতিমন্ত্রী জানিয়ে দেন, 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে এক হাজার টাকা। জনজাতি মহিলাদের জন্য ভাতা এক হাজার থেকে বেড়ে ১২০০।'লক্ষ্মীর ভাণ্ডারে ২ কোটি ১১ লক্ষ মা-বোনেরা' এতে উপকৃত হবেন বলে জানান হয়েছে বাজেটে।সাধারণ মহিলারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার একটি মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। মানুষদের মধ্যে মিষ্টিমুখ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই মিছিলে বাংলার মহিলাদেরকে সম্মানিত করার জন্য ধন্যবাদ জানাই মহিলারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায় বলেন সামনেই লোকসভার নির্বাচন সমস্ত মহিলা কর্মীরা একত্রিত হয়ে প্রচার করতে চায়ছি। একটা মহিলা ভোট যেন লোকসভায় বাইরে যেমন না থাকে। সমস্ত ভোট যেন লোকসভা পরে । আমরা যেমন লক্ষ্মী ভান্ডার পেয়েছি সেই রকম তৃণমূল ভান্ডারে ও দিদির হাত শক্ত করার জন্য সেখানেই ভোট দেয়।